উড়তে থাকা বার্সেলোনা দুঃসংবাদ পেল ৭৩১ কোটি দামের সম্পদকে নিয়ে

 


স্প্যানিশ লিগে এবার শুরুটা কী দারুণই না হয়েছে বার্সেলোনার! এখন পর্যন্ত পাঁচ ম্যাচের পাঁচটিই জিতেছে – লিগে একমাত্র শতভাগ জয় পাওয়া দল তারাই। গোলের পর গোল করছে, গতকাল জিরোনার বিপক্ষে ৪-১ গোলের জয় নিয়ে সর্বশেষ দুই ম্যাচে বার্সা করেছে ১১ গোল। শুধু জয় বা গোলই নয়, হানসি ফ্লিকের অধীনে শুরুতেই দারুণ ফুটবল খেলছে বার্সা।


কিন্তু উড়তে থাকা বার্সেলোনাই আজ পেল নিদারুণ এক দুঃসংবাদ। এই মৌসুমে ৫ কোটি ৫০ লাখ ইউরো – বাংলাদেশি মুদ্রায় ৭৩১ কোটি টাকারও বেশি – দাম দিয়ে দলে টানা ফরোয়ার্ড দানি অলমো হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন। চার থেকে পাঁচ সপ্তাহের মতো তাঁকে মাঠের বাইরে থাকতে হতে পারে জানিয়েছে বার্সেলোনা।


২৬ বছর বয়সী অলমো গতকাল জিরোনার বিপক্ষে ম্যাচেও দ্বিতীয়ার্ধে বদলি নেমেছেন। নামার মিনিট তিনেকের মধ্যেই দারুণ গোলও করেছেন। এ নিয়ে বার্সার জার্সিতে ৩ ম্যাচে ৩ গোল হয়ে গেল ইউরোজয়ী স্প্যানিশ দলের গুরুত্বপূর্ণ এই সদস্যের। কিন্তু আজ সোমবার দলের অনুশীলনের আগে কিছু টেস্টে ধরা পড়েছে, এক মাসের মতো মাঠের বাইরে থাকতে হচ্ছে তাঁকে।


মোনাকোর মাঠে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় চ্যাম্পিয়নস লিগের ম্যাচে নামবে বার্সা, সে ম্যাচে স্বাভাবিকভাবেই থাকছেন না অলমো। এর বাইরে লিগে ভিয়ারেয়াল, হেতাফে, ওসাসুনা ও আলাভেস এবং চ্যাম্পিয়নস লিগে ইয়াং বয়েজের বিপক্ষে ম্যাচগুলোতেও তাঁকে পাচ্ছেন না বার্সা কোচ ফ্লিক।


তবে অক্টোবরের আন্তর্জাতিক বিরতির পর তাঁকে ফিরে পাওয়ার আশা করছে বার্সেলোনা। ক্লাবে যোগ দেওয়ার পর অল্প সময়েই নিজের গুরুত্ব বুঝিয়ে দেওয়া অলমোকে সে সময়ে পাওয়া বার্সার জন্য সম্ভবত গুরুত্বপূর্ণই হতে যাচ্ছে। কারণ অক্টোবরের আন্তর্জাতিক বিরতির পরই যে বার্সার প্রতিপক্ষ হয়ে আসবে সেভিয়া, বায়ার্ন মিউনিখ, রেয়াল মাদ্রিদ ও এসপানিওল!


অলমোকে নিয়ে বার্সার চোটে পড়া খেলোয়াড়ের তালিকাটা লম্বা হলো আরেকটু। রোনালদ আরাউহো, আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন, মার্ক বের্নাল, ফেরমিন লোপেসের মতো খেলোয়াড়েরা যে আগে থেকেই হাসপাতালকে ‘বাড়ি’ বানিয়ে রেখেছেন! আনসু ফাতি আর গাভিও এখনো মাঠে ফেরেননি, তবে চোট কাটিয়ে দুজনই সম্প্রতি অনুশীলনে ফিরেছেন। ফ্রেঙ্কি দি ইয়ংও আজ দলের সঙ্গে অনুশীলনের একটা অংশে নেমেছেন। ফাতিকে তো মোনাকোর বিপক্ষে ম্যাচেও দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে!