সাগরে ভেসে এলো একে একে তিন ভাইয়ের মরদেহ


কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপের পশ্চিম সাগরে গোসল করতে নেমে স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজের ২৪ ঘণ্টা পর তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।


বুধবার (৭ আগস্ট) ভিন্ন ভিন্ন সময়ে তিনজনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। নিহতরা সম্পর্কে চাচাতো তিন ভাই।



নিহতারা হলো- কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মহোহরখালী এলাকার মাসুক হোসেনের ছেলে আশেক (১২), আলী হোসেনের ছেলে আলিম উদ্দিন (১২) ও হাসেমের ছেলে জাওয়াদ (৬)। আশেক ও আলিম উদ্দিন বায়তুশ শরফ হাফেজখানা মাদরাসার শিক্ষার্থী ও জাওয়াদ মনোহরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।


জানা যায়, মঙ্গলবার (৬ আগস্ট) সৈকতের বেলাভূমিতে ফুটবল খেলা শেষে সাগরে গোসল করতে নামে তিন ভাই। এ সময় স্রোতে তলিয়ে তারা নিখোঁজ হয়। সন্ধ্যা ও রাতে বিভিন্ন পয়েন্টে খোঁজ করেও তাদের পাওয়া যায়নি। পরে বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত সময়ে বিভিন্ন এলাকায় তাদের মরদেহ ভেসে আসে।



নিহত মোহাম্মদ জাওয়াদের চাচা নাজিম উদ্দিন বলেন, পৃথক পৃথক সময়ে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 


বিষয়টি নিশ্চিত করেছেন বড়ঘোপ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম।