নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বারিধারায় ফিলিস্তিন দূতাবাসের সামনে পুলিশের গুলিতে পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনার একটি সিসিটিভি ফুটেজ এসেছে বাংলাভিশনের হাতে। ওই ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, ফিলিস্তিন দূতাবাসের নিরাপত্তাকর্মীদের ডিউটি কক্ষের সামনে বাগ্বিতণ্ডা হয় কনস্টেবল কাওসার আলী ও মনিরুল ইসলামের মধ্যে। ডিউটি খাতা নিয়ে কিছু একটা বলছিলেন তারা। আচমকা কনস্টেবল কাওসার মনিরুলের দিকে খাতাটি ছুড়ে মারেন। কিছু বুঝে ওঠার আগেই ডিউটি কক্ষের ভেতর থেকে মনিরুলকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন কনস্টেবল কাওসার। এতে মাটিতে লুটিয়ে পড়েন মনিরুল। পরক্ষণেই আরও প্রায় ৯ রাউন্ড গুলি ছোঁড়েন কাওসার। এরপর মনিরুলের নিথর দেহের পাশ থেকে অস্ত্রটি নিজের হাতে তুলে নেয় কাওসার। পরে কিছুক্ষণ নির্বিকার হয়ে এদিক ওদিক হাটাহাটি করেন কাওসার।