সামুদ্রিক মৎস্য গবেষণা ইনস্টিটিউটে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

 


কক্সটিভি প্রতিবেদক ♦

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এবং সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র,কক্সবাজার এর যৌথ উদ্যোগে বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা (২০২৩-২৪) ও গবেষণা প্রকল্প প্রস্তাবনা (২০২৪-২০২৫) প্রণয়ন' শীর্ষক আঞ্চলিক কর্মশালা ০৯ জুন রবিবার ২০২৪ কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড.মো. জুলফিকার আলী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আবদুস সাত্তার পরিচালক (সামুদ্রিক) সামুদ্রিক মৎস্য দপ্তর, চট্টগ্রাম, ড.ডুরিন জাহান মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহ এবং জনাব নূরুল আবছার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কক্সবাজার সদর কক্সবাজার।কর্মশালায় সভাপতিত্ব করেন সামুদ্রিক মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কেন্দ্র প্রধান ড.শফিকুর রহমান।

কর্মশালার শুরুতে "ব্লু ইকোনোমি সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণে সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্রের গবেষণা" শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুর রহমান ।পরবর্তীতে কর্মশালায় কারিগরি অধিবেশনে ১০ টি গবেষণা প্রবন্ধ/প্রস্তবনা উপস্থাপন করা হয়। দিনব্যাপি এই কর্মশালায় বিজ্ঞানী, সামুদ্রিক কেন্দ্রের সকল কমকর্তাবৃন্দ, মৎস্য অধিদপ্তরের কমকর্তাবৃন্দ, সাংবাদিক ও জেলে প্রতিনিধি উপস্থিত ছিলেন।

আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে  অত্র কেন্দ্রের প্রধান মহোদয় কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।