অন্তবর্তী সরকারের এক মাসে দেশের ক্রীড়াঙ্গনে বদলেছে অনেক কিছুই। তবে বড় ধরণের সংস্কার এখনও দৃশ্যমান নয়। ক্রিকেট বোর্ডে নতুন সভাপতি এসেছে। টেস্টে পাকিস্তাকে হোয়াইটওয়াশের উচ্ছ্বাসে ভাসছে দেশ। ফুটবল ফেডারেশনের কমিটিতে পরিবর্তন আসেনি। তবে অনূর্ধ্ব-২০ দলের সাফ জয় যুক্ত হয়েছে সাফল্যের পালকে।
জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাইরে নয় দেশের ক্রীড়াঙ্গন। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন হয়। ঐদিনই ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পান আন্দোলনের অন্যতম কান্ডারি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
পুরো ব্যবস্থার যেখানে সংস্কারের দাবি, সেখানে খেলাধুলা একটা অংশমাত্র। প্রথমবার মন্ত্রণালয়ে গিয়ে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরিতে স্পোর্টস এক্সেলেন্স সেন্টার তৈরির ঘোষণা দেন উপদেষ্টা।
১৯ আগস্ট বিসিবি পরিদর্শনের মধ্য দিয়ে আলোচনায় আসেন। নানা পথ ঘুরে বিসিবি পুনর্গঠনের উপায় খুঁজে পাওয়া যায়। ২১ আগস্ট সচিবালয়ে বসে বিসিবি পুনগর্ঠনে জরুরি বোর্ড সভা। নাজমুল হাসান পদত্যাগ করলে সভাপতি নির্বাচিত হন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। একইদিন দেশের সব উপজেলা, জেলা ও বিভাগীয় ক্রীড়াসংস্থা ভেঙে দেয়া হয়। তার কদিন পর সেখানে অ্যাডহক কমিটির গঠনের রুপরেখার ঘোষণা দেয় সরকার।