সাবেক এমপির বাড়ি ভেকু দিয়ে ভেঙে আগুন দিল দুর্বৃত্তরা

 

ময়মনসিংহ -১০ (গফরগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেলের গ্রামের বাড়িতে হামলা করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে গোলন্দাজ বাড়ির অধিকাংশই পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস‍্যরা এসে দুঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।


শনিবার ভোরে উপজেলার সালটিয়া ইউনিয়নের বাগুয়া এমপি বাবেল গোলন্দাজের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটে।


স্থানীয় সূত্র জানায়, ভোর রাতে শত শত লোক হামলা চালিয়ে বাড়ির দুইটা গেট মাটি কাটার ভেকু মেশিন দিয়ে ভেঙে ভেতরে প্রবেশ করে ঘরের আসবাবপত্র ভাঙচুর-অগ্নিসংযোগ করে। পরে সকাল ৬ টার দিকে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌছালে দুর্বৃত্তরা পালিয়ে যায়।


গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান বলেন, ‘সকাল থেকেই থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।’