বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা


তবে সহসাই বিশ্ববিদ্যালয়গুলো খুলছে না। বুধবার (২১ আগস্ট) সচিবালয়ে এক ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এমনটাই ইঙ্গিত দিয়েছেন।


অপর এক প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন, উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত দেশের বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেয়া ঠিক হবে না।

 

এদিকে অনভিপ্রেত ঘটনার কারণে এইচএসসির স্থগিত পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে সব শিক্ষার্থীর মতামতের প্রতিফলন হয়নি বলেও মন্তব্য করেন শিক্ষা উপদেষ্টা।


তিনি বলেন, কয়েক হাজার শিক্ষার্থীর দাবির প্রেক্ষিতে স্থগিত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয়া হলেও, সারাদেশে পরীক্ষার্থী রয়েছেন প্রায় ১২-১৩ লাখ। আমাদের এ বিষয়ে বিচার বিবেচনা করেই সিদ্ধান্ত নেয়ার কথা ছিল। তবে মঙ্গলবার একটি অনভিপ্রেত ঘটনার কারণে এইচএসসির স্থগিত পরীক্ষা বাতিল করা হয়েছে।