বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিষয়ে যা বলেছে চীন


বাংলাদেশে শিগগিরই স্থিতিশীলতা ফিরবে এমন আশাবাদ ব্যক্ত করেছে চীন। মঙ্গলবার (৬ আগস্ট) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এ আশাবাদ ব্যক্ত করেন। সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।


লিন জিয়ান বলেন, বাংলাদেশের চলমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে চীন। বাংলাদেশের বন্ধুপ্রতীম প্রতিবেশী ও কৌশলগত অংশীদার হিসেবে চীন আন্তরিকভাবে আশা করছে, দেশটির সমাজে খুব শিগগিরই স্থিতিশীলতা ফিরে আসবে।


চলতি বছরের জানুয়ারি মাসে জাতীয় নির্বাচনে জয়ী হয়ে টানা চতুর্থ মেয়াদে বাংলাদেশ সরকার প্রধান হন শেখ হাসিনা। তবে কোটা সংস্কার ঘিরে জুন মাসে শুরু হওয়া ছাত্র বিক্ষোভ জুলাইয়ের শেষ ও আগস্টের শুরুর দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রূপ নিলে মাত্র সাত মাস পরই ক্ষমতা ছাড়তে বাধ্য হন তিনি।