চট্টগ্রামে ১৩ থানার কার্যক্রম শুরু


চট্টগ্রামে ১৩টি থানার কার্যক্রম সীমিত আকারে শুরু হয়েছে। এর মধ্যে ১১টি চট্টগ্রাম মহানগরীতে এবং দুটি জেলায়। রবিবারের মধ্যে নগরী ও জেলার সবকটি থানার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ শুক্রবার রাতে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সিএমপিতে ১১টি থানার কার্যক্রম সীমিত আকারে শুরু হয়েছে। সেগুলো হলো– চান্দগাঁও, বায়েজিদ বোস্তামী, খুলশী, পাঁচলাইশ, সদরঘাট, চকবাজার, বাকলিয়া, পাহাড়তলী, আকবরশাহ, কর্ণফুলী ও বন্দর থানা।’


তিনি আরও বলেন, ‘শনিবার থেকে সীমিত পরিসরে নিজস্ব ভবনে বা ভবনের সামনে হালিশহর, ডবলমুরিং ও কোতয়ালি থানার কার্যক্রম শুরু হচ্ছে। সীমিত পরিসরে নিউমুরিং ফাঁড়িতে শুরু হবে ইপিজেড থানার কার্যক্রম। পতেঙ্গা থানার কার্যক্রম পরিচালনার জন্য নতুন ভবন খোঁজা হচ্ছে।’


চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) এসএম শফিউল্লাহ বলেন, ‘চট্টগ্রাম জেলায় ১৭টি থানা রয়েছে। এর মধ্যে পটিয়া এবং চন্দনাইশ থানার কার্যক্রম শুরু হয়েছে। বাকি থানার কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে। আমাদের বেশ কিছু থানা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো মেরামত করতে হবে। তবে পুলিশ সদস্যদের কিছু দাবি-দাওয়া আছে। এ কারণে সব পুলিশ সদস্য কাজে যোগ না দিলেও আমরা সীমিত আকারে থানার কার্যক্রম শুরু করছি।’


চট্টগ্রামে নগরী ও জেলা মিলে ৩৩টি থানা রয়েছে। এর মধ্যে জেলায় ১৭টি এবং নগরীতে রয়েছে ১৬টি।


গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান শেখ হাসিনা। এ খবর ছড়িয়ে পড়লে ওইদিন বিকালে নগরী ও জেলার বেশ কয়েকটি থানা, ফাঁড়ি, ক্যাম্প ও পুলিশ বক্সে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগসহ অস্ত্র-গোলাবারুদ লুট হয়। এরপর থেকে নগরী ও জেলার থানাগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যায়।