আত্মগোপনের খবরে বাড়ি ঘেরাও, সাবেক এমপির সহযোগীকে গণধোলাই, অতঃপর...

 


নাটোরের বড়াইগ্রাম থেকে সাবেক এমপি শিমুলের সহযোগী শীর্ষ সন্ত্রাসী শুটার সজীবকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে বনপাড়া বাজার বাইপাস এলাকার জনৈক রিংকুর বাড়ি থেকে স্থানীয়রা সজীবকে আটক করে সেনাবাহিনী ও পুলিশের হাতে তুলে দেয়। আটক সজীব নাটোর সদরের দত্তপাড়া এলাকার রাইজুল ইসলামের ছেলে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে এলাকাবাসী জানতে পারে বনপাড়া পৌর এলাকার জনৈক রিংকুর বাড়িতে তিনজন সন্ত্রাসী অবস্থান করছে। এ সময় তারা তাদের ধরতে ওই বাড়ি ঘেরাও করে। এরপর বাড়ির ভেতরে ঢুকে সজীবকে ধরতে পারলেও অন্য সন্ত্রাসী দুজন পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা দুর্ধর্ষ সন্ত্রাসী শুটার সজীবকে আটক করে গণধোলাই দেয়। পরে বনপাড়ার থেকে সেনা সদস্য ও পুলিশের যৌথ টিম অচেতন অবস্থায় সঞ্জীবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 


উল্লেখ্য, সাবেক এমপি শিমুলের সহযোগী শীর্ষ সন্ত্রাসী সজীব বেশ কয়েকটি হত্যা, অস্ত্র, চাঁদাবাজি, কুপিয়ে জখমসহ অনেক মামলার পলাতক আসামি। তার মধ্যে উল্লেখযোগ্য দত্তপাড়া যুবলীগ নেতা হাসান হত্যার প্রধান আসামি ছিলেন সজীব।