রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশকে বিস্কুট ও পানি দিয়েছেন।আজ শনিবার সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও নয় দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা।
দুপুর থেকে স্লোগানে উত্তাল হয় সায়েন্সল্যাব এলাকা। সেখানে আগে থেকেই অবস্থান নেয় পুলিশ। এসময় আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বিস্কুট ও পানি পাঠানো হয় পুলিশের কাছে। শুরুতে তারা বিস্কুট-পানি নিতে অস্বীকৃতি জানালেও পরে তা গ্রহণ করেন।
এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, পুলিশ আমাদের শত্রু না। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা অনেকটা সময় আমাদের পাশে অবস্থান করছেন, আমরা সাধ্যমতো তাদের মাঝে পানি ও বিস্কুট পাঠিয়েছি। তারা (পুলিশ) গ্রহণ করেছেন তাই আমরা তাদের ধন্যবাদ জানাই। একইসঙ্গে সত্যের পক্ষে অবস্থান নেওয়ারও অনুরোধ জানাই।
সড়কে প্রতিবাদী গ্রাফিতি
সায়েন্সল্যাবের রাস্তায় প্রতিবাদী গ্রাফিতি করে হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছেন আন্দোলনকারীরা। এসব গ্রাফিতিতে— স্টেপ ডাউন হাসিনা, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, উই ওয়ান্ট জাস্টিস, লিখে প্রতিবাদ জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন— জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস/ দিয়েছি তো রক্ত, আরও দিবো রক্ত/ স্বৈরাচারের গতিতে আগুন জ্বালো একসাথে/ জ্বালারে জ্বালো, আগুন জ্বালো/ আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে/ আমার ভাই শহীদ কেনো, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন/ আনাদের আন্দোলন চলছে-চলবে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, শনিবার সারাদেশের প্রতিটি পাড়া-মহল্লায়, প্রতিটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। এরপর থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে।
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ‘ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানরে বিক্ষোভ মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা।এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। রমনার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে বল প্রয়োগ করা হবে না।
এর আগে নতুন কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ শনিবার (৩ আগস্ট) সারাদেশে বিক্ষোভ করবে তারা। একইসঙ্গে রোববার থেকে ‘সর্বাত্মক অসহযোগ কর্মসূচি’ ঘোষণা করা হয়েছে।
গতকাল শুক্রবার এক ভিডিও বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এ কর্মসূচি ঘোষণা দেন।