শেখ হাসিনার পতনের পর পুলিশহীন ঢাকায় দুই দিন ধরে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করেছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। তবে সড়কে অন্যান্য যানবাহনকে নিয়ন্ত্রণ করতে পারলেও বেপরোয়া মোটরসাইকেল চালকদের নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয়েছে তাদের।
![]() |
এই মোটরসাইকেলের দুই আরোহীর মাথায় নাই হেলমেট, বিজয় সরণী মোড়ে তাদের থামিয়ে দেন এক শিক্ষার্থী। |
![]() |
ট্রাফিক সার্জেন্ট সড়কে না থাকায় অনেক মোটরসাইকেল আরোহীকে দেখা গেছে হেলমেট ছাড়া চলতে। |
![]() |
দুই মোটরসাইকেলে চেপেছেন তিনজন করে। পাঁচজনের মাথায়ই নেই হেলমেট। বিজয় সরণী মোড়ে তাদেরকে থামিয়ে বোঝানোর চেষ্টা করছেন শিক্ষার্থীরা। |