তবুও বেপরোয়া মোটরসাইকেল

শেখ হাসিনার পতনের পর পুলিশহীন ঢাকায় দুই দিন ধরে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করেছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। তবে সড়কে অন্যান্য যানবাহনকে নিয়ন্ত্রণ করতে পারলেও বেপরোয়া মোটরসাইকেল চালকদের নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয়েছে তাদের।


এই মোটরসাইকেলের দুই আরোহীর মাথায় নাই হেলমেট, বিজয় সরণী মোড়ে তাদের থামিয়ে দেন এক শিক্ষার্থী।

ট্রাফিক সার্জেন্ট সড়কে না থাকায় অনেক মোটরসাইকেল আরোহীকে দেখা গেছে হেলমেট ছাড়া চলতে।


দুই মোটরসাইকেলে চেপেছেন তিনজন করে। পাঁচজনের মাথায়ই নেই হেলমেট। বিজয় সরণী মোড়ে তাদেরকে থামিয়ে বোঝানোর চেষ্টা করছেন শিক্ষার্থীরা।