কোথায় আছেন হারুন? যা জানা গেল


ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) হারুন অর রশীদ এয়ারপোর্ট থেকে আটক হয়েছেন- মঙ্গলবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন তথ্য ছড়িয়ে পড়ে। তবে আটকে বিষয়টি গুজব বলে গণমাধ্যমকে জানিয়েছন হারুন।


মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমি বাসায় আছি। সকালে অফিস গিয়েছিলাম, কেউ ছিল না। পরে বাসায় চলে আসছি।’


এর আগে গত ৩১ জুলাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদকে গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে বদলি করা হয়। হারুন অর রশীদকে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার করা হয়েছে।