কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে এখন যারা সহিংসতা করছে তারা ছাত্র নয়, সন্ত্রাসী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদেরকে তিনি শক্ত হাতে তা দমনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। আজ রোববার (৪ আগস্ট) জাতীয় নিরাপত্তাবিষয়ক জাতীয় কমিটির সঙ্গে বৈঠকে এসব কথা বলেন সরকার প্রধান।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভুত পরিস্থিতিতে দেশজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ এমন পরিস্থিতির মধ্যে সকাল ১১টায় গণভবনে জাতীয় নিরাপত্তাবিষয়ক জাতীয় কমিটির সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের বর্তমান মেয়াদে এটিই হবে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সর্বোচ্চ এই নীতি-নির্ধারণী কর্তৃপক্ষের প্রথম বৈঠক।
এর আগে সর্বশেষ গত ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের প্রায় দেড় মাস আগে ২০২৩ সালের ১৫ নভেম্বর এই কমিটি বৈঠকে বসেছিল।