থানায় ঢুকে আন্দোলনরত শিক্ষার্থীদের মুক্ত করলেন ঢাবি শিক্ষকরা

 রাজধানীর শাহবাগ থানায় আটকে রাখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে মুক্ত করেছেন শিক্ষকরা। দুই শিক্ষার্থী হলেন: শরীফুল ইসলাম ও মেহেদী হাসান।



বুধবার (১৭ই জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত দুই শিক্ষার্থীকে ছাড়িয়ে নিতে শাহবাগ থানায় যান শিক্ষকরা। এ সময় তাদেরকে ছেড়ে দেয় পুলিশ।


আরও পড়ুন: কোটা আন্দোলন নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্যের প্রতিবাদ জানাল বাংলাদেশ

আরও পড়ুন: শিক্ষার্থীদের অপেক্ষা করতে বললেন ব্যারিস্টার সুমন


এ বিষয়ে ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা গণমাধ্যমকে বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের আটকে রাখার খবর পেয়ে আমরা মিছিল নিয়ে শাহবাগ থানায় গেছি। পুলিশের সঙ্গে কথা বলেছি। পরে পুলিশ দুই শিক্ষার্থীকে ছেড়ে দিয়েছে।’