কোটা আন্দোলনের সমন্বয়ককে তুলে নেওয়ার অভিযোগ


কক্সটিভি প্রতিনিধি


কক্সবাজারের ঝিলংজা হাজী পাড়া  এলাকা থেকে সাহেদ মো: লাদেন নামক ছাত্রকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৭ জুলাই) দুপুর ২ টার দিকে সাদা পোশাকধারী দুইজন ব্যক্তি মোটরসাইকেলে করে তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ জানান তার মা। 

সাহেদ মো: লাদেন কক্সবাজার মডেল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সম্প্রতি সিভিল ডিপ্লোমা পরীক্ষা সমাপ্ত করেছেন। তিনি হাজী পাড়ার মো: শাহ্ আলমের ছেলে এবং কক্সবাজারে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। 

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হাজীপাড়া এলাকায় পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে বসা অবস্থা থেকে সাহেদ মো: লাদেনকে সাদা পোশাকধারী দুইজন মোটরসাইকেল আরোহী তুলে নিয়ে গেছে। যা এলাকার সিসি ক্যামেরায় ধরা পড়ে। 

থানা ও গোয়েন্দা পুলিশ কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করেও সঠিক তথ্য পাওয়া যায়নি। এই ঘটনায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন বলে জানিয়েছে এলাকাবাসী।