কক্সটিভি প্রতিবেদক
বিগত ১৩ জুলাই শনিবার ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ঝিলংজা হর্টিকালচার সেন্টারের হলরুমে সকল উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপস্থিতিতে সমন্বয়সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব শওকত ওসমান তালুকদার এবং অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মহি উদ্দিন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ডিপ্লোমা কৃষিবিদ মোঃ আব্দুল হাকিম।
প্রথমেই সভাপতি মহোদয় স্বাগত বক্তব্য প্রদান করেন।পরবর্তীতে বিভিন্ন উপজেলা থেকে আগত সাধারণ সম্পাদক ও সভাপতি বক্তব্য রাখেন।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ লোকমান হাকিম সংগঠনের বর্তমান ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন ।এবং সকলকে সুসংগঠিত হয়ে, সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য আহ্বান জানান। সর্বোপরী বিভিন্ন প্রকার গুজবে কান না দিয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশনা মোতাবেক যার যার দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করেন।
সভাপতি সমাপনী বক্তৃতায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা মহোদয়ের ঘোষিত ডিপ্লোমা কৃষিবিদ/উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের দশম গ্রেডে দ্বিতীয় শ্রেণীর গেজেটেড পদমর্যাদা সহ বেতন প্রাপ্তির সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনা করেন। সকলকে ধৈর্য সহকারে মোকাবেলা করার আহ্বান জানান এবং দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।সকল উপজেলা শাখা’র বার্ষিক চাঁদা দ্রুত পরিশোধ করার আহ্বান করেন।পরিশেষে সকলের সৌহার্দ্য সম্প্রীতি বজায় রেখে বিভাগীয় কর্মকাণ্ড সুচারুরূপে পালন করার জন্য এবং সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে সভা সমাপ্ত ঘোষণা করেন।
সভায় বক্তব্য রাখেন জেলা ও উপজেলা ডিকেআইবি'র যথাক্রমে মাহবুবুর রহমান,আনোয়ার হোসেন,নজরুল ইসলাম,সাইফুল ইসলাম,কায়সার উদ্দিন,আবু তাহের,এসএম শাহজাহান,গোলাম মোস্তফা,কামাল উদ্দিন,জহির উদ্দিন,সন্জিব বড়ুয়া,তাসলিম মুন্না,আব্দুর রহিম,শফিউল কবির, নুরুল আজিম,আমিনুল মোবারক প্রমুখ।