মোহাম্মদ সোহেল সিকদার রানা, কক্সটিভিঃ
আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব বাংলাদেশের চার্টার্ড ক্লাব এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে কচ্ছপিয়া ইউনিয়নের একটি হেফজ খানায় পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়।
১০ জুলাই ২০২৪ ইংরেজী বুধবার , রামু উপজেলা বিআরডিবি অফিসের হল রুমে কোরআন শরীফ বিতরণ কার্যক্রমের মাধ্যমে নিয়মিত সেবা কার্যক্রম শুরু করেন এপেক্স ক্লাব অব রামু। উক্ত সেবা কার্যক্রমে সভাপতিত্ব করেন এপেক্স ক্লাব অব রামুর ফাউন্ডার প্রেসিডেন্ট এপেক্সিয়ান জামাল হোসেন চৌধুরী এবং কার্যক্রম পরিচালনা করেন সেবা পরিচালক মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু।
রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের নতুন তিতার পাড়া মোহাম্মদিয়া দারুল কোরআন মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার পরিচালক হাফেজ ক্বারী মাওলানা শহিদুল্লাহ শহিদ এর হাতে ৩০টি পবিত্র কুরআন শরীফ তুলে দেওয়া হয়েছে। সেবা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআরডিবির চেয়ারম্যান এপেক্সিয়ান নুরুল হক চৌধুরী (সহ সভাপতি, এপেক্স ক্লাব রামু ), মহিউদ্দিন শরিফ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এপেক্সিয়ান আফসানা জেসমিন পপি (ডিবেট এন্ড ফেলোশিপ ডিরেক্টর , এপেক্স ক্লাব রামু ), সমাজ কর্মী সরওয়ার কামাল সোহেল , সাংবাদিক সৈয়দ আহম্মদ ফরমান, আজগর হোসেন (মাঠ কর্মী, বিআরডিবি রামু), মাওলানা মোহাম্মদ তৈয়ব, হাফেজ সাইফুল ইসলাম, হাফেজ ফরহাদ, সার্বিক সহযোগিতা করেন জাকি মাহমুদ (জেনারেলের ম্যানেজার - ভয়েজার এভিয়েশন সার্ভিসেস লিঃ) ।
বিআরডিবির চেয়ারম্যান এপেক্সিয়ান নুরুল হক চৌধুরী বলেন রামুর প্রত্যন্ত অঞ্চলে অবহেলিত জনগোষ্ঠীর শিক্ষা উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করতে এপেক্স ক্লাব অব রামু বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছেন এবং ধাপে ধাপে বাস্তবায়ন করবেন।