বৃষ্টির পর দলকে টানছেন লিটন, সৌম্য-তাওহীদের বিদায়

  


বৃষ্টির পর আবারও শুরু হয়েছে খেলা। শুরুতেই সৌম্য সরকারকে বোল্ড করে ফেরান রশিদ খান। এরপর ভালো খেলতে থাকা তাওহীদ হৃদয়ও ফিরে যান ঐ রশিদ খানের বলেই। তবে দলকে টানছেন লিটন দাস। আফগানিস্তানের দেয়া ১১৬ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮.২ ওভারে ৬৪ রানে ৫ উইকেট।


জীবন পেয়েও কাজে লাগাতে পারেননি তাওহীদ হৃদয়। মোহাম্মদ নবির ওভারে হৃদয়ের ক্যাচ ফেলে দেয় আফগানিস্তান। তবে তার পরের ওভারেই রশিদ খানের বলে ছক্কা মারতে গিয়ে ক্যাচ আউট হন ডানহাতি এই ব্যাটসম্যান। তবে দেখেশুনে খেলে দলকে জয়ের দিকেই নিয়ে যাচ্ছেন লিটন দাস। তার সঙ্গে ক্রিজে রয়েছেন মাহমুদউল্লহা রিয়াদ।


এর আগে বাংলাদেশের ইনিংসের মধ্যে দুই দফা বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকে। তবুও ম্যাচে কোন ওভার কাটা যায়নি। আফগানিস্তানের দেয়া ১১৬ রানের লক্ষ্য ১২.১ ওভারে নিতে হবে বাংলাদেশকে। তাহলে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে বিদায় করে সেমিফাইনালের টিকিট কাটবে বাংলাদেশ।


এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১১৫ রানের পুঁজি পায় আফগানিস্তান। আফগানদের হয়ে সর্বোচ্চ ৪৩ রান আসে গুরবাজের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ৩ উইকেট পেয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন রিশাদ হোসেন।