উখিয়া উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী আর নেই



কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী মারা গেছেন। (ইন্নালিল্লাহি...)


আজ বৃহস্পতিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা ল্যাব এইড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে লিভার জটিলতায় ছিলেন এই প্রবীণ নেতা।


মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৮ বছর। ১ স্ত্রী, ৩ মেয়ে ও ১ ছেলে রেখে যান তিনি।


দীর্ঘদিন ধরে ভারতের দিল্লিতে উন্নত চিকিৎসা গ্রহণ করছিলেন তিনি। কিন্তু কোনো উন্নতি না হওয়ায় বেশ কিছু দিন আগে তাঁকে ভারত থেকে দেশে আনা হয়। এর পরে ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে উখিয়ায় নেমে এসেছে শোকের ছায়া।


পরিবার সূত্রে জানা গেছে,

মরহুমের জানাজা আগামীকাল (শুক্রবার) সকাল ১১টায় উখিয়া সরকারি উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এরপর উখিয়া স্টেশন জামে মসজিদসংলগ্ন কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে।


অধ্যক্ষ হামিদল হক চৌধরী উখিয়ার জনপদে দীর্ঘদিন