খোলা চিঠি -
আমি মুজিবুর রহমান।
আসসালামু আলাইকুম,আদাব,নমস্কার।
আমি কারো কাছে ভাই,কারো কাছে বন্ধু,আবার কারো কাছে মুজিব বদ্দা।
আপনারা জানেন,৮ই মে কক্সবাজার সদর উপজেলা পরিষদ এর নির্বাচন। উক্ত নির্বাচনে আপনাদের সকলের দোয়া,সমর্থন ও অকুণ্ঠ ভালোবাসা নিয়ে চেয়ারম্যান নির্বাচনে আনারস মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি।
প্রিয় সদর উপজেলাবাসী,
আমি বিগত ঝিলংজা ইউনিয়ন পরিষদে টানা ১৪ বছর চেয়ারম্যান হিসেবে সেবা দিয়ে গেছি। কক্সবাজার পৌরসভাকে একটি আধুনিক,মানসম্মত যুগোপযোগী স্মার্ট পৌরসভায়
রূপান্তর করতে কাজ করেছি।বর্তমানে তার সুফল পাচ্ছে পর্যটকসহ সমগ্র জেলাবাসি।
করোনা মহামারী,দুর্যোগ-দুর্দিন সংকটে মৃত্যুর মুখে থেকেও প্রতিটি ওয়ার্ডে খাদ্য সহায়তা,স্বাস্থ্য সেবা প্রদান করেছি।মানুষকে সেবা দিতে গিয়ে নিজে দুইবার করোনায় আক্রান্ত হয়েছি তবুও সাধারণ মানুষকে সেবা থেকে বঞ্চিত করিনি।সেবা দিতে গিয়ে আমি ধর্ম,বর্ণ,দল চাইনি।
প্রিয় নেতৃবৃন্দ,
দলের দুর্দিনে সংকটে বড় বড় সভা-সমাবেশ,মিছিল মিটিং তথা মাননীয় প্রধানমন্ত্রীর কক্সবাজার এর জনসভা সফল করতে দিনরাত কষ্ট করেছি।খেয়ে না খেয়ে আওয়ামী লীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সারা বছর দেখ ভাল করেছি। কক্সবাজার থেকে সুদূর ঢাকা ও ঢাকা থেকে গোপালগঞ্জে বহর নিয়ে অংশগ্রহণ করেছি।যা সকলেই অবগত আছে।
পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহা'র সময় সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের সর্বোচ্চ পাশে থাকার চেষ্টা করি।অন্যান্য ধর্মালম্বী যারা রয়েছে সকলের বিপদাপদে সার্বক্ষণিক সাহায্য সহযোগিতায় পাশে থেকেছি।আমার ঘরের দরজা সাধারণ মানুষের সেবার জন্য কখনো বন্ধ ছিল না।
এই শহরের মানুষের সামাজিক,সাংস্কৃতিক,ধর্মীয় অনুষ্ঠান,ক্রীড়া অনুষ্ঠান ও জানাজার মাঠ পর্যন্ত প্রথম সারিতে সর্বদা আমি উপস্থিত থাকতে চেষ্টা করি।অনেক অসহায় পরিবারের বিয়ে-শাদী, চিকিৎসা,চাকরির পাওয়ার ক্ষেত্রে আমি সর্বোচ্চ সহযোগিতা দিয়েছি।এছাড়াও স্কুল-কলেজে পড়ুয়া অনেক অনেক শিক্ষার্থীকে নিজ অর্থায়নে পড়াশোনার খরচ বহন করে যাচ্ছি।
প্রিয় সাংবাদিক বৃন্দ,
অতীতের মত নির্বাচনের প্রথম থেকে আপনারা আমার পাশে থেকে যেভাবে সাহস,অনুপ্রেরণা ও সহযোগিতা করে যাচ্ছেন তার প্রতি আমি চির কৃতজ্ঞ।আমি নির্বাচিত হলে আপনাদের পরামর্শ ও সহযোগিতায় একটি সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে কাজ করব বলে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
মানুষ মাত্রই ভুল।আমিও ভুলের ঊর্ধ্বে নয়।
আমার এই দীর্ঘ চলার পথে ভুলভ্রান্তি থাকলে করজোড়ে কক্সবাজার সদর উপজেলাবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করছি।
প্রিয় ভোটারগণ-
কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডসহ খুরুশকুল ইউনিয়ন,চৌফলদন্ডী ইউনিয়ন,ঝিলংজা ইউনিয়ন,পিএম খালী ইউনিয়ন ও ভারুয়াখালী ইউনিয়ন এর সর্বজনসাধারণ বৃন্দ,নির্বাচনের স্বল্প সময়ে অনেকের দ্বারে ও অনেক এলাকায় আমি পৌছাতে পারিনি দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পাশাপাশি একেকজন মুজিব হয়ে আপনিও আপনার পরিবার নিয়ে নির্বিঘ্নে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে আপনার মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করুন।
মনে রাখবেন ভোট হবে শান্তিপূর্ণ,অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ।
প্রিয় কর্মী ও সমর্থক বৃন্দ,
আমার জন্য বৃষ্টিতে ভিজে,রোদে পুড়ে,খেয়ে না খেয়ে যারা দিনরাত কাজ করছেন,প্রচার-প্রচারণা করছেন সকল কর্মী ও সমর্থক ভাইদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের এই ঋণ কখনো শোধ হবার নয়।
কথা দিচ্ছি আল্লাহর রহমত ও জনগণের দোয়া এবং ভালোবাসায় আমি নির্বাচিত হলে গ্রামকে শহরে রূপান্তর করতে কাজ করে যাবো।
আসুন সকল ভেদাভেদ ভুলে,ভুল ত্রুটি শুধরে একটি নতুন ভোরে,নতুন করে পথ চলতে চাই সবাইকে নিয়ে।
৮ই মে সারাদিন নির্দ্বিধায় দলমত নির্বিশেষে ভোট কেন্দ্রে গিয়ে আনারস মার্কায় আপনি ও আপনার পরিবারের মূল্যবান রায় দিয়ে একটি যুগোউপযোগী স্মার্ট কক্সবাজার সদর উপজেলা বিনির্মাণ করতে আমাকে সর্বাত্মক সহযোগিতা করুন।
আপনারা ভালো থাকুন,সুস্থ থাকুন।
জয় আমাদের হবে ইনশাল্লাহ "।
ইতি
আপনাদেরই
মুজিবুর রহমান
চেয়ারম্যান পদপ্রার্থী (আনারস প্রতিক)
কক্সবাজার সদর উপজেলা পরিষদ।
সাবেক মেয়র
কক্সবাজার পৌরসভা।
সাবেক চেয়ারম্যান
ঝিলংজা ইউনিয়ন পরিষদ।